তোমায় আমি আজ হারালাম একটি ভুলের তরে
একটি ভুলেই দুই জীবনে বিষাদসিন্ধু গড়ে।
একটি ভুলেই দুইটি জীবন দুই পথে চলে যায়
একটি ভুলেই স্বপ্ন আমার অন্ধকারে ধায়।
একটি ভুলেই মিশলো ধুলোয় স্বপ্ন বাসর খানি
একটি ভুলেই পথ হারালো ঘরের সে বৌরানি।
একটি ভুলেই উঠলো জেগে ঘর ভাঙানো ঝড়
একটি ভুলেই এক নিমেষেই আপন হলো পর।
একটি ভুলেই বুকের ভিতর চীরকালের ক্ষত
একটি ভুলেই বুকের রক্ত ঝরছে অবিরত।
একটি ভুলেই আশার আলো নিবলো ঝড়ের রাতে
এখন আমি একলা পথিক ভূলের অপরাধে।
(গীতিকবিতা)
স।৪।৩১