আর আমি ভয় পাইনা।
ভয় পাইনা বৃষ্টিতে ভিজতে,
ভয় পাইনা সেই
আনন্দমেশানো প্রেমের গান শুনতে।
তুমি সিঁদুর পরে
চাররাস্তার মোড়ে
দাঁড়িয়ে ফুচকা খেলেও
আমি আর ভয় পাইনা।
ফেসবুকে তোমার মত দেখতে
কোনো মেয়ের
ছবি দেখেও ভয় পাইনা,
ফুলের পাপড়িতে হাত পুড়িয়েছি
বহুবার;
এখন তো কাঁটার প্রলেপও
লাগাতে হয়না।
কেননা নিজেকে সামলে
নিতে শিখেছি আমি,
আর আমি একটুও ভয় পাইনা।।