চায়ের ওপর পাতলা আস্তরণটুকু
আলগা আঙুলের বিন্দু ভেজেনা যেন
নিরামিষ চিলি চিকেনের পর
আলতো নিকোটিনশূন্য সিগারেটে
কয়েকটান নরম প্রেম তুফান,
কাঁটাহীন গোলাপে নাৎসি উদারতা,
মদের দ্রবণে আবার অ্যালকোহল কেন
উগরানো ম্যাগমার উত্তাপ মেশাও
আদিবাসী যুবতীর হাঁটুজল ভেঙে
এমন সাপও আছে ছোবল মারেনা,


চুমু খায় …