কংক্রীটের ফুটপাত থেকে
বহুযুগের সাধ ছিল আইফেলের চূড়ায়!
নেহাত আইফেল না হলেও
রবীন্দ্রসেতু’র শীর্ষবিন্দুতে ...
যেখান থেকে সবাইকে ছোটো দেখায়,
খুব ছোটো ...
হুশহাশ গতির ইঁদুরদৌড়
এক পা কবরে রাখা কাঁচি
কিংবা তপ্ত সবুজের যন্ত্রাংশ
রোজই কারশেডে আগুন উপচায়
ঠুনকো মোমবাতির সলতে ...
এক পা-এক পা করে
বাঁধন বেয়ে ওপরে উঠতে থাকি
সব ফুৎকারে উড়িয়ে
শৈশবের মত
নীচে লম্বা মই-ফায়ার ব্রিগেডের গাড়ি
কৌতূহলী চোখের ছয়লাপের দিকে
যে কাকতাড়ুয়া আমায় দেখে হাসে,
আমি তো নই ... কোনো বদ্ধ উন্মাদ!
*** (প্রকাশিতঃ কেয়ার অফ সাহিত্য) ***