গাঁজাখুরির লেটো গান শুনিয়ে বারেবারে,
ঈশ্বরের বেশ্যাদালালি কাঁধে ওরা
পিঁপড়ের ডিম অবধি খেতে বাধ্য করে!
পরনে পবিত্র বিধবার লুল্লুড়ি বেশ,
চোখেমুখে মাসিকের রক্তলাল ফুলুরি,
বুলিতে ছোটে জাপানী তেলের সুড়সুড়ি!
সাদা লাদা মন্দির-মসজিদের আড়ালে
ওদের ব্যবসারা লুকিয়ে শায়া তোলে,
ছায়াও জানেনা কায়া কোনপথে চলে!
যে মাদারীর খেলা ধরা পড়েনি চোখে
সে সাক্ষাৎ ত্রিকালজ্ঞ অন্ডকোষ,
আদার ব্যাপারীরা তাঁকে ঘিরে চুপচাপ বোস!
চুতিয়া শিরোমণিদের চিল চীৎকারে
মানুষ একে-অপরের ঘাড় মেরেছে,
মাগীরা কালো কাপড়ে তাবুর আকার ধরেছে!
প্রেম-ভক্তি-দয়া আর গোঁড়ামি,
ফ্যাৎ ফ্যাৎ করে ফেলি তোদের
মুখে আমার ধর্মের সাদা ঘি!