আঁধারের সাথে সম্পর্ক ঘুচতেই
নার্স উল্টো করে ধরে,
পাছায় একটা চাপড় মারতেই
কান্না শুরু আর ...
শুরু হয় সবকিছু উল্টো দেখার পালা


আকাশে পা দিয়ে হাটার সময়
গরম বৃষ্টিরা উঠে যায়,
নেমে আসে পাতলা ধোঁয়া
মাথার ওপর অসীম মাটি থেকে
ঝুলে আছে থোকা থোকা গাছ,
আশেপাশে সবাই বলে
ঐসব গাছে নাকি সাদা কাক আছে,
অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকতেই বুঝি
পায়ের তলার আকাশ সরে গেছে!


উল্টে যাওয়া পোকার মত ছটফট করি,
আপ্রাণ চেষ্টা করি সোজা হওয়ার,
কেউ সোজা করে শুইয়ে দেয়
বাস্তবের শক্ত কিছুর ওপর,
তবুও শেষ হয়না উল্টো দেখার পালা!


*** (প্রকাশিতঃ  ফেরারি ফেসবুক পত্রিকা) ***