(১)
          ঝিরিঝিরি রাতের মেলা ভাঙা
          অবকাশে মফস্বলের আলো ভিজে
          বাবার কোলে পাঁপড় খেতে খেতে
          কালো আকাশ মশগুল শান্ত
          রাস্তার ওপারে আনন্দ সুতোধরা
          চোখে উড়তেই বায়না জেরবার
          মেঘ ভেঙে আবারো জল
          গড়িয়ে গেছে গুটিগুটি পায়ে
          বেলুনের রাজ্যে ঝিলিক শরীরে
          মুছে যায় প্রজাপতির রঙ …


                        (২)
           মুখর সন্ধ্যার রোচক শরত
           বাতাসে শারদীয়ার পেঁজা পেখম
           হাত বাড়ালেই একমুঠো চাররাস্তা
           নিঃশ্বাসের মোড়ে পুরোনো ঠেলাগাড়ি
           পথচলতি আবদারের আলতো সুন্দর
           কোলাহল ঘিরেছে উসকো খুসকো
           আলুর পুর মশলাদার অনুভূতিতে
           ধুনুচির আওয়াজে ঢাকের গন্ধমাখা
           বাড়তি তেঁতুলজল বাড়তি হাসিতে
           ভেসে যায় পালকের নিপুণতা …

                           (৩)
            দাবদাহের মৌনী দুপুর অলস
            ঝিমুনি জটাজাল সরিয়ে সচকিত
            ডুগডুগির বাড়তে থাকা আওয়াজে
            সদ্য বিবাহিতা গ্রামের জীবনী
             আঁচলে ঘাম মুছতে মুছতে
             বেরিয়ে আসে উত্তেজনা চোখে
             এক টাকার রঙবেরঙ আইসক্রিম
             ক্লান্ত ছায়াকে ঘিরে কচি কচি পা
             হাসি ফুটতে থাকে একেক করে
             তলিয়ে যায় নীলকন্ঠের স্বর …