পরতে পরতে তোমার ইরম্মদ
আর আলুলায়িত শান্তি ধরাশায়ী
তোমার ঐ দুই নির্মল চোখে।
চশমা ছাড়া কেমন যেন ম্রিয়মান লাগে,
আলোয়ান সমেত আরো আরো
অপূর্ব মনে হয় নিরীহ তোমাকে।
ওপারে আগাছার ফাঁক থেকে ভাঙা
মন্দিরের মত অকারণ উঁকি মেরেছো
বারবার কতবার আমার জীবনে।
মাঝখান দিয়ে বয়ে চলা সম্পর্কের
নীরব জলস্রোত গুরুচন্ডালী প্রেম
জাগিয়ে তোলে আমার শয়নে স্বপনে।
প্রত্যেক বক্তব্যের কমা আছে, দাঁড়ি আছে।
আগাপাশতলা পাগলামোহীন দিদৃক্ষা
কোনো বক্তব্য নও তুমি আমার কাছে।