হাতপাকানো কৌশল মসৃণভাবে ভারী
পকেট হাল্কা করে দেয় ভিড়ের রাতে,
লাঠিধরা ঊর্দির আলসে ঘোরাঘুরি
এড়িয়ে একবার হাঁটতে চায় বড়োলোকদের লাইনে।
মন্ডপের সামনে কত কত সুন্দরী পোশাক
স্বপ্নেরা দু’চোখ বেয়ে ঘনিয়ে আসে
পাতলাভাবে খাবারের হাতছানি
কাঁচে ঘেরা সাজানো বাক্সের ভেতর থেকে,
মানিব্যাগ খুলে একটাও তো কাগজ নাই,
ক্ষুধার্ত চোখ জীবনের খোপ তন্নতন্ন হাতড়ে ফেরে …



*** বেলুনওয়ালা, রিক্সাওয়ালা, কমিউনিস্ট স্টলের সদস্য, ঘুগনিওয়ালা এরকম আরো মানুষদের নিয়ে লেখার ইচ্ছে ছিল। কিন্তু সময়ের বড্ড অভাব। ভবিষ্যতে এই সিরিজটাকে আরো বড়ো করার আশা নিয়ে শেষ করলাম। ***