স্নিগ্ধ ভোরের পালকে নীরব কুয়াশারা
জীবনের দ্যোতনা মুগ্ধ ডোরের অপলক
স্ট্রীটলাইটের আলো যেন সিক্ত আল্পনা
কিছু আনাগোনা রিক্ত ধোঁয়াশার ওপারে
আগুন পোহানো জবুথবু শরীর ঝাপসা
অসাড়তার হাতে বিলিয়ে নিবুনিবু হয়তো
ধীরলয়ে কাঁপতে থাকা মেরুশিখার
প্রহেলিকা ছাড়া সবই যেন ঘুমঘোর …
ভিজে রাস্তাগুলো মায়াবী ধরে এগিয়ে চলে
অন্তহীন … থিতিয়ে যাবে বেনামী সম্পর্ক
জীবনহীন শান্ত দু’চোখের শুকনো পাতায়
আঁধার থেকে যাওয়া কিছু অগোচর
কোণ আমার ফেরারী আসামী ঘরফেরা
প্রেমিকার স্বপ্নাবিষ্ট দরজায় কড়া নাড়িয়েও
ব্যথালেখা সুরের দিগন্তে হেমলকের উপশম
স্তিমিত সংজ্ঞাহীন চাহনির আলসে কথায় …
জাহাজের ডক বহুদূর থেকে হাতছানি
আলগোছে একলা ঘোড়ার ক্ষুরের কম্পন
দূর দেশে নিয়ে যাওয়া চিত্ত বিহ্বল
রোমান অ্যাম্পিথিয়েটারে ধরা পিঙ্গল তরবারি
খসে পড়ে অসির আঘাতে বেলোয়ারী বাধা
উত্তুরে বাতাসে প্যানাসিয়ার প্রলেপ কেঁপে
যায় উষ্ণ ছোঁয়ার নরম আঁচে শিহরণ
মরণ নামছে নরম শিশির ছাঁচে নিশ্চুপ …