হ্যারিকেন টিমটিমে
জগা ময়রার গুমটি থেকে
সারারাত ধরে হেঁটে চলি
নিয়নভেজা দোকানগুলোর দিকে,
যদি রুলময়দার বানানো
একটা খাস্তা সিঙ্গাড়া পাওয়া যায়!


ময়দানে জনসভা শেষ হয়েছে,
মেরুদন্ড থেকে এক এক করে
সরিয়ে নেওয়া হচ্ছে বাঁশের কাঠামো
শুনশান কোমরে
সিদ্ধ সাধকের মিলনমেলা
ঘুম ঢলে পড়েছে ধীরে ধীরে,
গুটিকয়েক জেগে রয়েছে যারা
কীর্ত্তন গানের শেষে
পরপারের আলো দেখার আশায়-


অস্তিত্ব তরলের মত,
গড়িয়ে যায় ফুটপাতের ঢাল বেয়ে
অচেনা চোখ বহুদূর
বাজারের কিনারায়,
মেলেনা ময়ান দেওয়া একটা গরম সিঙ্গাড়া!