ঠোঙা উপচে পড়া পপকর্নের দেশ,
স্বল্পবসনা মোহ চঞ্চল
বুকের নরম ওঠানামা
আর রোমহীন শরীরের নিঃশ্বাস
বয়ে যাওয়া ম্যাটিনির রঙীন
ডাউনলোড করেছে নেশাতুর আঙুল;
বিন্দু বিন্দু ঘামের শিশির
ফুসলানো ঘাড়ের রসনায়
একরাশ চুলের মেঘ সরিয়ে
পাশ্চাত্যের সুরভিত ওষ্ঠাধর মাতোয়ারা …
ভিড় ছলকে ওঠা মাল্টিপ্লেক্সের দেশ,
চোখে জড়িয়ে থাকা শিহরণ শান্ত
গাড়ির কাঁচে ওঠানামা
আর শিফনের শাড়ির পাতলা পরশ
ভেসে আসা ফাস্টফুডের আওয়াজ
লগ আউট করেছে শিরাবহুল আস্তিন;
এক ঝলক আঁচলের কোণে উঁকি
বেরিয়ে যায় দরজা ঠেলে
দামী প্রসাধনী আলগোছ নীরবে
পাশ্চাত্যের আলোকিত জীবন দায়সারা …