আঁধার রাত আর ডাকেনা,
অলঙ্কারের ধাতব আওয়াজে বুঝিয়ে দেয়
সে চলে এসেছে


চাররাস্তার মোড়ে
যেখানে মুখ গুঁজে থাকা ফেস্টুন বেয়ে
ঝিম স্ট্রীটলাইট গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু,
তার তলাতেই সে দাঁড়াবে কিছুক্ষণ


একবার পিছন ফিরে তাকিয়েই
শ্মশানের রাস্তাটাতে
হেটে চলি তার পিছন পিছন,
দু’জনেই দু’জনকে চিনি
অথচ ... কথা বলিনি কতকাল!


বললেই যে সব বলা হয়ে যাবে ...