জমির পর জমি ফেটে গেছে
সূর্যের প্রবল তাপে;
একটানা সিগারেটের আঁচে
আমার বুকটাও ছাই হয়ে গেছে।
সিগারেট বিক্রি এত বাড়ছে কেন?
কেবলমাত্র তোমার জন্য!
যত ধোঁয়া ওপরে যাবে,
ততই ঠান্ডা হবে নীচের পরিবেশ।
মেঘ হবে, বৃষ্টি হবে,
তবে আমি শুনতে পাবোনা তোমার শীৎকার।