অ্যাসফাল্টের হিজিবিজি শহর
নিয়ন আলো মাখা মুখেরা
কাটাকুটি খেলে যায় খেয়ালে
মিনিবাসের বাদুড়ঝোলা কিনারায়
ঝুলতে থাকা কন্ডাক্টরের হাঁক
বালিগঞ্জ-টালিগঞ্জ-বাঁশদ্রোণী
ফুটপাতের ওপর ফাস্টফুডের তেলে
গিয়ে ভাসে নরম বুদবুদ
সুন্দরী হাত আলগাভাবে পেরিয়ে
যায় সেপিয়া রঙের কোমর
ধরে দাঁড়ানো আলগা রাত
র্যাম্পে আলসে ক্যাটওয়াকের শহর
ওল্ড স্পাইসের সুরভিত আবেশে
লিংগারি ফটোশ্যুটের ভাষা শরীর
গড়িয়ে পড়ে গড়িয়ার বহুতল মলে
লিফ্ট বেয়ে স্মুচিং আলতো
বিয়ারের ফেনার মত ক্যান চুঁইয়ে
ব্রেকআপের পর নতুন অ্যাফেয়ার
আসা যাওয়া একই পথে
ব্রাত্যকেন্দ্রিকতার ট্রাম লাইনে
মুখ বদলায়-পোশাক বদলায়
শহর বদলায়না কামনার লহরে