নলখাগড়ায় বহুক্ষণ পড়ে থাকা মেয়েটার মুখ
কেমন যেন চিবোনো মনে হয়েছিল।
যখন আমরা মূর্তিটাকে ভেঙেছিলাম,
তার খাদ্যনালীটা ছিদ্রে ভরপুর ছিল।
ঝিল্লীর নীচে গোপন কুঠুরীতে শেষমেষ
কচি ইঁদুরদের বাসা পেয়েছিলাম।
একটা ছোটো বোন-ইঁদুর মরে পড়েছিল,
বাকিরা বেঁচে ছিল যকৃৎ আর মূত্রাশয়ে,
ঠান্ডা রক্ত চুষে উপভোগ করছিল
একটা সুন্দর শৈশব।
আর তাদের মৃত্যুগুলোও সুন্দর আর দ্রুত ছিলঃ
জলে ছুড়ে ফেলেছিলাম পুরো গোছাটাকে,
আহ, কেমনকরে ছোটো নাকগুলো কিচমিচ করে উঠেছিল!




মূল কবিতাঃ

Schone Jugend


কবিঃ Gottfried Benn

Der Mund eines Mädchens, das lange im Schilf gelegen hatte,
sah so angeknabbert aus.
Als man die Brust aufbrach, war die Speiseröhre so löcherig.
Schließlich in einer Laube unter dem Zwerchfell
fand man ein Nest von jungen Ratten.
Ein kleines Schwesterchen lag tot.
Die andern lebten von Leber und Niere,
tranken das kalte Blut und hatten
hier eine schöne Jugend verlebt.
Und schön und schnell kam auch ihr Tod:
Man warf sie allesamt ins Wasser.
Ach, wie die kleinen Schnauzen quietschten!