কাছে আর দূরের মাঝে
কোথাও দেখা তোমার সাথে


তোমার শরীর উপচে হিমেল উষ্ণতা
দুলকি চালে আলসে কিস্তিমাৎ,
আমি কোথায়!


নাকের পাতলা নথ,
হাতের নেলপালিশ
আর কিছু শ্যামলা চাহনি


গজলের মত শান্ত
তোমাকে নিয়ে বৃষ্টিভেজা দুপুর
ভেবে গেছি রাতকবিতায়
শায়েরীর মত নরম অনুভূতিরা


লালচে ঠোঁটে আধো আলফাজ
তুমি শিখতে আগ্রহী,
আমি তোমাতে


সায়ন্তিকা, তুমি কি চেখেছো কখনো
আমি যেরকম
ছাতার তলায় মোবাইল কানে
তোমায় হাসতে দেখে?