সীমাহীন পাগলামোর আজ সমাপ্তি,
হয়তো তা করুণ অথচ,
কেউ জানতে পারবে না কেন,
ম্যাডামের দেওয়া বই-পেন কিংবা,
ফুলের তোড়াটা হেসেছিল ছলছলে চোখে,
আবছা আঁধার ঠিকরে চুলের রাশি যদিও,
কিসের ব্যথার ওপর যেন সুগন্ধী আঁচল,
নাকে লেগে থাকা হৃদয়ের পরশ চুপ,
সামাজিক ফতোয়া মেনে নেবেনা,
রাসায়নিক বিক্রিয়ার উগ্র গন্ধ,
বেশ ভালো লাগার আলো ছড়িয়ে,
রাতজাগা কবিতার শব্দে সব,
সবাই যেন জানতে না পারে,
কেউ এগিয়ে এসেছিল,
ধীর পায়ে খুব,
খুব কাছে,
কাছে
*** কাল থেকে আগামী পাঁচ দিন আসতে চলেছে ভারতীয় সংবিধান নিয়ে লেখা পাঁচ পর্বের বিশেষ কৌতুক কবিতা "প্রস্তাবনা" ।। ***