কোথাও দেখেছিলাম সেই ছবি
কিংবা হয়তো কাল্পনিক পাগলামি
ভেসে আসে ঘরভাঙা যাযাবরের মত
মাঝেমাঝে … অবাঞ্ছিত চেতনার খাঁজে।
খসখসে ক্যানভাসে আঁকা
এক শীর্ণকায় নিগ্রোর কথা,
প্রেক্ষাপট বুভুক্ষু ল্যাটিন আমেরিকা।
নিগ্রো যুবকের হাতে শাণিত রাইফেল
তাক করে রয়েছে এক মাঝবয়সী
নিগ্রোর শক্ত বুকের পেশীকে;
খাদ্যের দাবী-জীবনের দাবী-হিংসার পথে
বুঁদ অসহায় মিনতি
হাহাকার করে গেছে রক্তাক্ত অলি-গলিতে,
তবুও খাবার মেলেনি,
মিলেছে রাইফেল-মিলেছে বুলেট-মিলেছে মৃত্যু!
মাঝবয়সী নিগ্রোর হাতেও পিস্তল,
মুখে আদিম অথচ করুণ হাসি
তেলরঙের জাদুতে গড়িয়েছে গরল
শিল্পীর স্নায়ু বেয়ে-ছন্দহীন হয়ে …।
পুঁজিপতিদের ব্যবসায়িক পুতুলখেলায়
অস্ত্র বিক্রি কম-নিঃশ্বাস বিক্রি বেশী,
কিছু শক্তিধর দেশের অর্থনীতি
চাঙ্গা করার জন্য
বলি হয় শত শত আট থেকে আশি …।
সুমন্ত চ্যাটার্জী
১২।০৩।২০১৩ কাটোয়া,বর্ধমান।