সুরেলা অক্ষরমালা সেজে উঠতে থাকে
তুলি দিয়ে টানা সরলরেখায়
আলাদা হয়ে যায় আমরা
চোখেমুখে নেশারা বাসা বাঁধে
ঘামের দুনিয়া ছেড়ে নিরুদ্দেশ হই
লালিত্যের সিগারেট হাতে,
রাস্তার মোড়ে বাঁশের মাচার ওপর
আর গান গাইনা,
হুড়োহুড়ির মাঝে
লাইটম্যানের চোলাইয়ে চুমুক দিয়ে
স্টেজে উঠিনা কবিতা পড়তে,
ক্যানভাসের আড়ালে লুকিয়ে রাখি নিজেকে
সুচিত্রা সেনের মত রহস্যে
সবার আকর্ষণ চিরকালের ...
সাধারণ রূপ-রঙ-গন্ধ নিয়ে
কৌতূহলী চোখের আড়ালে
মারা যায় একটা মানুষ,
ফিরে আসে অসাধারণ আর্টিস্ট হয়ে