ধোঁয়ার রিং বড়ো শিথিল বেঁকেচুরে
টুকরো টুকরো আধুনিক চারপাশ
মরচে ধরা সচল আকাশেও
কচুরীপানার সাথে ঘুণপোকার সঙ্গম


চলন্ত টায়ারের ছালবাকল উঠতে থাকে
নিত্যদিন ঠোঁটের জারজ ধুলোবালি
চাপা পাথরকুচি জিভের তলায়
তিনফসলী জমিতে ইস্পাতের চাষ


গুরুতর জীবনের দাবী নিয়ে
সোচ্চার পাখিদের কিচির-মিচির
সময়ে-অসময়ে প্লাটফর্মের ভেতর
ট্রেনেরা ঢোকে আর বেরোয়