ঠিক কতটা করলে হিংসা আর কতটা বীরত্ব?
কতটা চাহিদা আর কতটা সতীত্ব?
চুলচেরা প্রশ্নেরা চুলছেঁড়া এলোমেলো,
কতটা আমার কামনা আর কতটা ধর্ষণ?
কতটা তোমার ভালোবাসা-কতটা আকর্ষণ?
ঝোপ বুঝে শেয়ার কেনা বাজার
সেনসেক্স ড্যাঙডেঙিয়ে এভারেস্টে
অসাধারণ পর্বতারোহী,
টোকাটুকি করে বন্ধুকে পিছনে ফেলে
রেসের মাঠ তোমার করায়ত্ত
উন্নতির কেরিয়ার বাদশাহী!
কিন্তু কখন-ঠিক কতটা?
এরজন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে
সারাজীবন ধরে গ্রহণ করতে পারেন,
অথবা চোখ-কান খোলা রেখে
মসৃণ প্রয়োগের ঝুঁকি নিতে পারেন;
প্রথমটাতে বার্দ্ধক্য ছেঁকে বুড়ো ময়না,
দ্বিতীয় চালাকিতে নাকি মহৎ কাজ হয়না!