ঠিক কতটা খাবো আর কতটা ফেলবো?
             কতটা যাবো আর কতটা ফিরবো?
             জটিল প্রশ্নের জট-ঈল লেপটালেপটি,
             কতটা প্রেম দোবো আর কতটা গেম?
             কতটা করলে বোকামি আর কতটা এলেম?


          মাপা শট্ নেওয়া জীবন
           পাক খেয়ে একেবারে জালে
            অসাধারণ কভার-ড্রাইভ,
              এর পিছনে ওকে আঘাত করিয়ে
                গুটি তোমার পকেটস্থ
                  রঙচঙে বাহারী আর্কাইভ!
                    কিন্তু কিভাবে-ঠিক কতটা?


                    এরজন্য বেশকিছু ম্যানুয়াল বই আছে
                   সারাজীবন ধরে পড়তে পারেন,
                অথবা নতুন রিমোর্টটাকে নিয়ে
             এনতার ঘাঁটাঘাঁটি করতে পারেন;
            প্রথমটাতে শিখবেন গিয়ে একেবারে ঝিলে,
          দ্বিতীয়টাতে সিস্টেম চিবিয়ে চ হাড়গিলে!