নতুন করে পুরোনো প্রেমে পড়ার পালা
আজ অঘ্রাণের আঘ্রাণ দিয়ে,
তোমার দু’চোখে আমন রোদের হাসি
ছড়াবে কবিতার সরণী বেয়ে।
শেষ হওয়া ভালোবাসা আবার শুরু
হবে ফাগুনের ঝরা পাতায়,
অনাবিল অনুভূতির রঙীন আলিঙ্গন
ধরা দেবে লেখনীর গাথায়।
শূন্যের মধ্যে পূর্ণ হওয়ার বাসনা
রূপ নেবে গাছে গাছে মুকুলের লাজে,
মরমী ক্ষতের উপশম চরিতার্থ হবে
সাদা পাতায় মিসমিসে মেঘের সাজে।