সুন্দরভাবে সাজানো কিছু কবিতার সাথে
আমার এ কবিতাও ছিঁড়ে
টুকরো টুকরো হবে আগামীদের হাতে;
আমিও জানি, ওরাও জানে,
তবুও লিখে চলে প্রাণপনে
নিজের নিজের হাজারো কথা;
বিশ্বাস রেখে বিশ্বাসে
কেউ হয়তো এক নিঃশ্বাসে
পড়ে যাবে সেইসব জমানো ব্যথা;
আর তারপর ঠিক জীবনের মত
ধরা দেবে মৃত্যুর বাহুপাশে …।
বুঝিনা, এই উপলব্ধির পরও কিকরে
লেখনীমুখে কবিতা আসে
বারংবার…একঘেঁয়ে…বারংবার!
না কিছু পাবার, না হারাবার
তবুও ওরা লিখে চলে-
কেউ নিজের কথা শোনাতে ব্যস্ত
কেউ আবার অপরের কথা বলে।
আমি লিখি শুধু তোমার জন্য,
হিজিবিজি কেবল তোমাকে নিয়ে,
হয়তো তুমিও কোনোদিন পাথর হয়ে গিয়ে
পড়বেনা এই কাতর বুকের আর্তি,
ভেসে উঠবেনা ঐ দু’চোখে আর
আমার ঝাপসা মূর্তি।
কিন্তু সেদিনও এই লেখনী থামবে না,
লিখে যাবে শুধু তোমার জন্য,
হিজিবিজি কেবল তোমাকে নিয়ে…।
ভালো হোক ছাই খারাপ,
কেউ পড়ুক বা না পড়ুক,
কালজয়ী ইমারত গড়ুক বা না গড়ুক,
চলতে থাকবে তোমার কাছে থাকার প্রয়াস
চলতে থাকবে তোমাকে কাছে পাবার প্রয়াস।