কি সময় ছিল তখন।
তুমি কলসী কাঁখে মেঠো পথের বাঁকে
জল আনতে যেতে যখন।।
খিড়কির খড়খড়ি তুলে সন্ন্যাসের সংসার ভুলে
চেয়ে থাকতাম একলয়ে।
যদি একবার ফিরে দেখ যদি একবার কথা রাখ
দুজনে মিলে যাব হারিয়ে।।
কোনো অচিন সাগরতীরে কোলাহল থেকে বহু বহুদূরে
তোমার আমার দেশে।
মনের মত সাজানো প্রেমের রঙে রাঙানো
রইবো কবিতার বেশে।।
কি সময় আজ এখন।
তুমি ফেসবুকের চ্যাটবারে নীল হাতছানির সালোয়ারে
গলে যায় আলাপের মাখন।।
রাত জেগে কাছে আসা দিন বেয়ে স্বপ্নে ভাসা
ইনবক্সে মোবাইল নম্বর।
আমি বরাবরই ফ্লার্ট মনে অবশ্য নো ডার্ট
তবে দাঁও মেরেছি জব্বর।।
সী বিচে মুখোমুখির বাহানা সামনেই লজের বিছানা
বিলিয়ে দাও পীড়াপীড়িতে।
নরম কামনার পরশে পশম যাতনার আতশে
থাকবো ক্লিপসের আড়াআড়িতে।।