কি আজব অপদার্থ এই কবিরা!
হুডবন্ধ হাওড়া স্টেশনের হুড়োহুড়ি
মাড়িয়ে শেষমেষ সুলভ শৌচালয়,
লাইনে দাঁড়িয়ে অস্থির বিড়ি
একটু একটু করে স্থির হয় একলা-
দরজায় বেগের আঘাত আছড়ে পড়ে
বেশ কয়েকবার ঘনঘন
(কেননা সভ্যেরা কথা কম বলে),
তারপর শুরু হয় বেদম চীৎকার!
হাবিজাবি দেওয়ালে অশ্লীল লেখা
দেখে অপদার্থ একেবারে ভাবনায় ভ
হতে চেয়েও পারেনা,
বেরিয়ে আসে ভাবুক মুখ নিয়ে …
কবিতা পাওয়ার আবেগ
সাদা ফিনাইলের গন্ধ মুছে দেয়