লুটাতে লুটাতে গেছে মখমলী লালিমা
সভ্যতার শেষ স্নানাগার অবধি,
নিঝুম অঘ্রাণমাখা শরীর
কাঁপছে--থিরথির করে কাঁপছে
সমস্ত প্রত্যঙ্গের নরম পাথর যেন!


রোমকূপের ওপর অজস্র ফোঁটা ফোঁটা শিশির
চাঁদের আলোয় মাতাল হওয়া যেত,
বাষ্প হওয়া যেত বোধহয়
চোখের জলও সামান্য উষ্ণতা পেলে!
তবে জ্যোৎস্নাও যে আজ পরকীয়া খুব--


সাদা মেঝের থমথমে ছুঁয়েই কোনোদিন
ফুরিয়ে আসবে রূপকথারা,
টলমল আলোর রেশ যতদূরে
ঘুমজড়ানো লোকগীতির প্রান্তর—
সব লালে ভেসে যায় মন্দাকিনী!