###
মুখচোরা রাতের সাথে চুপচাপ
সিলিং থেকে ঝুলে থাকা মেঘ
গুমোট খাম ছিঁড়ে
ঝড় আসবে হয়তো,
মেঝেতে লাল বেনারসী
চোখের ভেতর আদিম রঙে
থিতিয়ে যাচ্ছে মাসাই নাচ-
##
দূরে কোথাও টিমটিমে ঝাড়বাতি
অনবরত পেঁচার ডাকে
শিউরে উঠছে প্রতিটা রোমকূপ,
সবকিছু পিছনে ফেলে
চূড়ান্ত অভিসারিকা তুমি
এক পৃথিবী মায়ার অবহেলায়,
না কোনো অলঙ্কার--না তাবিজ-কবজ,
তোমার সুরভিতে মত্ত আকাশ
নিখর্বের মিলন দেখবে না
বুজে নেওয়া চোখের নীচে
আলুলায়িত নেশায় চুর ...
#
অথচ তোমার খোলা পিঠে
সভ্যতার শরীর মেশা ত্রিবেণী!
বহুযুগের শৃঙ্খল আজ না থাকলেও
তার অস্তিত্বের চিহ্ন
পদে পদে ধুলোয় মিশছে জনপদ,
ডানাওয়ালা পতঙ্গের মত
তোমার আগুন জড়িয়ে ধরার মুহূর্তেও
অসুবিধা হচ্ছে কেন—কেন বাধা পাচ্ছি!
নিজেকে উজাড় করে দিতে পারছি না,
যেভাবে তুমি পেরেছো,
চুরমার...!