রাতের বালিশ আমার দিকে চেয়ে থাকে
ফাঁকা সমাধিফলকের মত;
আমি ভাবতেও পারিনি এতটা খারাপ হবে
একা থাকা,
তোমার চুলে মাথা না রেখে ঘুমোনো।

থমথমে বাড়িতে একলা শুয়ে থাকি,
কালো হয়ে আসে ঝুলন্ত প্রদীপ,
আর আলতোভাবে আমার হাতদুটোকে ছড়িয়ে দেয়
তোমার হাতে মিলিয়ে দেবে বলে,
আর নরমভাবে আমার উষ্ণ মুখটাকে তোমার
দিকে এগিয়ে দেয়, আমাকে চুমু খায়, ক্লান্ত আর দুর্বল–
তারপর হঠাৎ আমি জেগে উঠি
আর আমার চারপাশে শীতল রাত বেড়ে চলে।
জানালায় তারাটা স্বচ্ছভাবে ঝলমল করে ওঠে–
কোথায় তোমার সোনালী চুল?
কোথায় তোমার সুন্দর মুখ?

এখন আমি প্রতি আনন্দতেই ব্যথা পান করি
আর প্রতি মদিরাতেই বিষ;
আমি ভাবতেও পারিনি এতটা খারাপ হবে
একা থাকা,
একা, তোমাকে ছাড়া।


মূল কবিতাঃ

Ohne dich


কবিঃ Hermann Hesse

Mein Kissen schaut mich an zur Nacht
Leer wie ein Totenstein;
So bitter hat ich's nie gedacht,
Allein zu sein
Und nicht in deinem Haar gebettet sein!

Ich lieg allein im stillen Haus,
Die Ampel ausgetan,
Und strecke sacht die Hände aus,
Die deinen zu umfahn,
Und dränge leis den heißen Mund
Nach dir und küß mich matt und wund -
Und plötzlich bin ich aufgewacht
Und ringsum schweigt die kalte Nacht,
Der Stern im Fenster schimmert klar -
O du, wo ist dein blondes Haar,
Wo ist dein süßer Mund?

Nun trink ich Weh in jeder Lust
Und Gift in jedem Wein;
So bitter hat ich's nie gewußt,
Allein zu sein,
Allein und ohne dich zu sein!