গণটোকাটুকির কষটা শরীরে
হাত রেখেছি
জ্বলন্ত মোমবাতির গভীরে
মুঠো মুঠো আঁধার সরিয়ে--
শিক্ষিত বেকারের অজস্র ছায়ায়
রাস্তার পর রাস্তার
ধুলো ঢাকা পড়ে যায়
অস্থিরতার অচল তিমিরে।
চলে চোখের আড়ালে গুমখুন
গুমোট আকাশের প্রেক্ষাপটে,
চাপা উত্তেজনার চাপে আবেগ
চলন্ত ট্রেনের সামনে হাঁটে
আপন খেয়ালে পাগলপারা;
বারুদের গন্ধে গেঁজে ওঠা মন
গ্যাঁজলা ভাঙতে থাকে একান্তে,
ছিটেফোঁটা রক্তে ভরে আঁধার কোণ।
ভালোবাসা, আদর্শ আর সার্টিফিকেট
পুড়তে থাকে আগুনের লেলিহান শিখায়
দাউদাউ করে ফ্যাকাসে শীতল ছাই
হাতে তুলে দেয় শীতল পিস্তল--
চোরা গতিতে চকিয়ে দিয়ে গরম বুলেট
ভেদ করে লোমে ঢাকা চামড়ার তল,
বেরিয়ে আসেনা তাজা লাল রক্ত,
বেরিয়ে আসে শুধুই লালাভ জল …