যেমন ধরুন আমি একজন কবি,
কোনো দোকানদার-রিক্সাওয়ালা বা
শবদেহের মত
আমাকেও নিরপেক্ষ থাকতে হয়।
নাহলে একদল আমার লেখা পড়বে না,
একদল আমার কোবতের বই কিনবে না।
তাই ডেভি জোন্সের লকারের তালা
লাগিয়ে রেখেছি ঠোঁটের ফাঁকে,
পাছে আধটা বেফাঁস শব্দ
কারোর বুকে গিয়ে বেঁধে, আহ!
দুনিয়ায় খারাপ বলে কিছু নাই গো,
এসব খুন-ধর্ষণ-সুপারিশ সবই দরকার।
আচ্ছা আমি কি চাইবো না,
একজন রাহাজান কিংবা চোর
জেলে বসে আমার কাব্যির
বই পড়ুক-আমার লাভ হোক!
ওসব ফালতু প্যাঁচপাঁচালীতে যাবেন না,
আসুন, নিরপেক্ষ হই সবাই-একটা দেশ গড়ি।