ঘুলঘুলিতে রাখা চড়ুইয়ের চোখ
পুড়তে থাকে বস্তির সসপ্যান
জলঢালা গানের গুনগুনে সুরে
হাত বাড়ায় দুর্বল ব্যারিকেড,
রাস্তার আঁদিসাঁদি ভিজে যায়
থমথমে ফুটপাতের কালশিরা অবধি
রাতের আঁধারেই সেনা নামিয়ে
শেষ লোমকূপের ভোগদখল
চাওয়া-পাওয়ার ঠুনকো ইচ্ছেরা
শরীর ঢাকে ছেঁড়া সেমিজ,
নিলামীতে ওঠে প্রতিবাদী লেখনী
কুশপুতুলের উপোসী প্যান্ট,
গুমনামির চাপা দেওয়াল সরিয়ে
লাশেরা যদি বলতে পারতো
তবে বলে যেত হয়তো
কিভাবে আঁকা হয় নীল নকশা …