খুন-ধর্ষণ-রাহাজানি-লুঠতরাজের
তিমির স্রোতে তলিয়ে যাওয়া
মানুষ মেকি রবীন্দ্রনাথে মগ্ন,
কিন্তু সে মুখোশ যে কম পড়ে
নগ্নতা ঢাকার জন্য অগত্যা-
এ সমাজে শান্তির বাণী চলেনা,
অত্যাচারীর প্রতি যে প্রেম চলেনা!


চলে নিরন্তর সংগ্রাম-অস্তিত্বের জন্য,
দু’বেলা দু’মুঠো সাম্যের জন্য,
ঘাম-রক্ত-লাঞ্ছনা-গঞ্জনা থেকে নিংড়ে
নেওয়া যায়না রবীন্দ্রসৃষ্টির লালিত্য,
লাঙল চালানো হাত-কলম চালানো হাত
শক্ত হয়ে আসে প্রতিবাদের রোষে,
ফেটে বেরোয় বিদ্রোহী নজরুল!


নজরুল কোনো সম্প্রদায়ের সম্পত্তি নয়,
এক নিখাদ অদ্বিতীয় বিশ্বচেতনা,
সেই বিশ্বচেতনার দেখানো পথেই
এগিয়ে চলেছি বাস্তবের মাটিতে পা রেখে-
হয়তো বিস্মৃতির লক্ষ্যে পৌঁছবো তাঁরই মত,
তবুও অক্লেশ পায়ে হেঁটে চলা
মানুষের সাথে-মানুষের পাশে-মানুষকে নিয়ে …