দালালের খপ্পরে পড়বেন না
এন.ডি.এ. জোট ভেঙে গেছে
তৃতীয় ইউ.পি.এ. আসতে চলেছে
ভোটের জন্য বাহিনী মোতায়েন চাই
গণতন্ত্রের জন্য নিরাপত্তা দরকার
মানুষের জন্য সুরক্ষার প্রয়োজন নাই
“অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল”
আব্রাহাম লিঙ্কন-সুরভিত প্রহসন
“সতেরও মা, অসতেরও মা”
নির্দোষেরও দেশ, দোষীরও দেশ
অব দ্য রেপিস্ট, বাই দ্য রেপিস্ট, ফর দ্য রেপিস্ট
উত্তেজিত হবেন না, উত্তেজনা ছড়াবেন না
সামনে দু’পা এগোলেই মদের ঠেক পাবেন
চোলাই-বিলিতি-দিশী সব পাবেন
তবে আকন্ঠ পান করবেন না
ফুলকো ফুলকো নেশা রঙ ছড়াবে
বাড়ি থেকে তুলে কিংবা বাড়িতেই
মায়ের চোখের সামনে
আহাম্মক তাজা শরীর কাটা মুরগীর মত
ছটফট ছটফট মশলা দিয়ে সুস্বাদু
আদিমতার রাজ্যে কে চোর কে সাধু
আগে পিস্তলের নল ঠেকিয়ে ভয় দেখানো
এখন যৌনাঙ্গের লাল দেখিয়ে
সবই নাকি বিরোধীপক্ষের চক্রান্ত
সময় বদলেছে-প্রযুক্তি বদলেছে
সমাজ গভীর অসুখে আক্রান্ত
তাই বাসে ধূমপান করবেন না