শিশু নারায়ণ,
নারায়ণ এর ওর কোলে
হিসু করে ফেরে,
অ্যা পেলে ভ্যাঁ জুড়ে
বাড়ি মাথায় করে,
নইলে মেখেমুখে একশা
নিজের সুসুতে পা দিয়ে
পিছলে পড়ে বারবার,
মাটি থেকে জুজু ধরে
নাকের নরম পুচু
চুপিচুপি চেটে চলে,
মুখে লালা ঝরে
খিলখিলে হাসির দস্যি
চড় বসায় সুখে।


এই তো নারায়ণের হাল!


পালনকর্তা …