জীবন আধুনিক কবিতার মতই কঠিন
ইস্পাতের খোলসে লুকোনো বাদাম
ন’জন নাড়াচাড়া করে যেখানকার জিনিষ
সেখানেই রেখে দেয়
মেকি বাহবার মোসাহেবী সেরে,
আর বেচারা বাকি একজন
দাঁত লাগিয়ে খোলস ভাঙতে গিয়ে
দাঁত ভেঙে ফেলে
ফোকলা আধুনিকতা নিয়ে ঘোরে।
ভালোবাসা আধুনিক গানের মতই জটিল
তালগোল পাকানো জালিক জিলিপি
ন’জন গান্ডেপিন্ডে গিলে
রসলাগা ঠোঙা ছুড়ে ফেলে দেয়
পেটোয়া স্বাদের তোষামোদী করে,
আর বাকি একজন খেটো
কোথায় শুরু হয়েছে বুঝতে
গিয়ে উনুনের গরম আঁচে
ছ্যাঁকা খেয়ে জীবনভর মরে।