হে দেবী,
দু’কলম বিদ্যে শিখে
আজ আপনি অন্য গ্রহের মানুষ;
তাইতো আপনার চোখে,
এই দুনিয়ার অন্যান্যেরা
সব একেকটি ‘তুচ্ছ নোংরা’ ফানুস!
আমি বলি,
আপনার শিরায় কি
রক্তের বদলে বইছে স্বর্ণতরল?
আর সেইসব
মূর্খ গরীবদের শিরায়
হয়তো বইছে দুর্গন্ধ লৌহগরল!
দেখেছিলাম,
তাজা নোটের গরমে
খরচের জন্য আপনার হাত কুটকুট,
আর বাকিরা,
লো-সোসাইটির লোকেরা
সকালে ঘুম ভেঙেই ‘কুকুরের বিস্কুট’!
যদি জানতাম,
আপনি থাকেননা এই দুনিয়ায়,
থাকেন উচ্চ-প্রযুক্তির ঠান্ডি ঘরে,
তাহলে বলতাম,
আপনাদের উদাসীনতার জন্যই
‘ইতর প্রাণীগুলো’ টাকার অভাবে মরে!
’মরছে মরুক,
এতে তো দারিদ্র্য কমবে,
আর দেশের সম্মান আরো বাড়বে’,
আরে মশাই,
দেবী তো বলছেন,
আগামী ভবিষ্যত এভাবেই গড়বে!
*** আমার তাজা বয়সের ভাজা একটি পাঁপড় ***