আমার সাধের সাদা ধুতি-পাঞ্জাবী,
একটুও দাগ লাগতে দিইনা।
মানুষজন অবাক চোখে দেখে আমাকে।
কিছু ইতর গালাগালি দেয় আমায়,
আমি মিটিমিটি হাসি,
কেউ আবার জনসমক্ষে থাপ্পড় কষায়,
আমি মিটিমিটি হাসি।
আমার অনেক কুকুর পোষা আছে,
সারাবছর তাদের ভাঙা বিস্কুট
কিংবা ছেঁড়া রুটি খাওয়াই,
একবার সেইসব ইতরদের দেখিয়ে
“লুঃ” বলে লেলিয়ে দিলেই ব্যাস!
একটুও দাগ লাগতে দিইনা,
আমার সাধের সাদা ধুতি-পাঞ্জাবী।