একটা লোডশেডিং রঙের শহর।
ভেতরে জ্বলন্ত সিগারেট
“ভরপুর ভরপুর” খেলছে।


অভ্যাস থেকে প্রেম
খুঁড়ে রাখছি আগামী প্রজন্ম।


কোষে কোষে নানা সুড়সুড়ি
বুড়বুড়ি কাটছে
ম্যানহোলের প্রথমটুকু।


যেভাবেই সাজাও হাততালি দোবো
কিংবা হিরণ্য বাজুকা।


তার মাঝে বিশাল প্রান্তর।
বিদ্যুৎহীন ছুতারের দেশ। নাচছে না।
কাঁপছে না ডায়াফ্রাম আর বাতাবী লেবু।


তবুও অভিমানী আফিম কেমন
সোয়েটার বুনছে। অদেখা
আলোয় চোবানো উলকাঁটা।