এ লড়াই সে লড়াই নয়


ইতিহাস ফিসফিসিয়ে যায়
কিভাবে দরাজ গঙ্গাবক্ষে
বাণিজ্য করে ফেরার পথে
বণিকেরা এখানে নিশিযাপন করতো


তাদের আকর্ষণে
ভিড় বাড়তে থাকে বারাঙ্গনাদের


বণিকদের ঔরসজাত সন্তানলাভের
আশায় সেইসব বারবনিতারাই
প্রচলন করে ন্যাংটা কার্ত্তিক পূজোর


এই পূজোয় বণিকবাবুরা
গাদা গাদা টাকা ওড়াতো
মদ-ভাঙে শরীর সেঁকে
যোগ দিত উদ্দাম নৃত্যে


ঠাকুর কাঁধে শ’খানেক
চাকর-বাকর পথে বেরিয়ে
বিপক্ষের মনিব-বাহকদের
সাথে লড়াইয়ে লিপ্ত হোতো


সেই ঐতিহ্য আজও অটুট
সময়ের সাথে সাথে
মার্জিত হয়েছে সে লড়াই
বদলেছে বহু খোলনলচে


বারবিলাসিনীদের হাতে শুরু
হওয়া সেই অনুষ্ঠান
আজ বাংলার লোক উৎসব
কাটোয়ার কার্ত্তিক লড়াই