কোনো এক দিন—কোনো এক রাতে,
আস্তে আস্তে খুলে ফেলি আঁধারের সমস্ত স্ট্র্যাপ
একটা একটা করে হুক
যাতে কাঁপনেরও কোনো শব্দ না আসে।


আলতো নরম এক মদিরা দ্বীপ
আঙুলের চারপাশে নীলাভ নেশার জলরাশিতে
কোনো প্রাচীন প্রাসাদছোঁয়া জ্যোৎস্নার মত—
আত্মার গভীরে লুকিয়ে রাখা
সেই জাগরূক জোনাকি—বেরিয়ে আসে চুপচাপ
আর আঁধারের সমস্ত শরীরজুড়ে
হেঁটে চলে কোনো অভিযাত্রীর মত
শতাব্দীর পর শতাব্দীর ধরে।


এত বিশাল এক অনাবিষ্কৃত প্রহেলিকা,
যার ভিজে বালিতে প্রাণপণ আলো দিয়ে
নিজের নাম খোদাই করলেও,
তা মিলিয়ে যায়—প্রতিটা উদ্বায়ী অস্তিত্বের মত,
তবুও চেষ্টা ছাড়েনা সে,
যতদিন না আঁধার তাকে নিজের করে নেয়
কোনো এক দিন—কোনো এক রাতে।