আলাদা কি আছে এইরাতে?
কোথায় কোথায় সব
উচ্ছ্বাস-উন্মাদনার জোয়ার
রাতকানা বিড়ির গোলার্ধ
ছুঁয়ে যেতে পারেনা
তারা খসে পড়েনা আমার ঘরে
পিছনে তাকিয়ে চাহনি
তো রোজই নতুন কিছু
পেতে চায় সামনে
একরাশ মুঠো মুঠো হায়
প্রতিবছরই আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করি
আর আগুন ছোঁবোনা
আর আগুন ছোঁবোনা
এভাবেই কোনোবছর
আগুন থেকে সরতে সরতে
সরে যাবে পুরোপুরি
নিভে যাবো রাতের দহন
তখন আলাদা হবে সেইরাতে
শেষ লাইনে মোক্ষম আঘাত হানবো
শেষ লাইনে মোক্ষম আঘাত হানবো,
ভাবতে ভাবতে কখন যে
কবিতা শেষ হয়ে যায় বুঝিনা …
*** আজকের পর থেকে আমি অনিয়মিত হয়ে পড়বো, কেননা চাকরীর পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।। তবে মাঝেমাঝে আসবো, ভুলতে দোবোনা।। ***