সুড়সুড়িমাখানো মন্তব্যে সূত্রপাত
তারপর চিমটিঠাসা কটূক্তি বারকয়েক,
ভুলক্রমে যদি ওঠে প্রতিবাদের আওয়াজ
মারধর শুরু-আগ্রহী দর্শক অনেক!


বর্ণবিদ্বেষের নির্মম অত্যাচার
জনসমক্ষে নির্লজ্জ আঘাত হানে,
আজ সিডনি-কাল হয়তো ম্যাঞ্চেস্টার
সভ্যতার ধ্বজাবহনকারী নানা পীঠস্থানে!


একবিংশ শতাব্দীর আদিম বর্বরতা
জানে কি আছে চামড়া-রক্ত বা আবেগে,
কোট-হ্যাট-শ্যু পরা শুভ্র সভ্যতা
ধীরে ধীরে করাল আঁধারে উঠছে জেগে!