নিঃশ্বাসের ওপর ঢলে পড়া নিঃশ্বাস,
অনবরত, একটু বেপরোয়া-
অন্ধকার মাঠ শীতল কুয়াশাকে জড়িয়ে;
রাতের তারাগুলো আকাশের ক্ষত,
আহা বেচারা,
দগদগে প্রেম আকাশের বুকটাকেও
ঝাঁজরা করে দিয়েছে!
নিকোটিনের প্রলেপ-পড়া ঠোঁটদুটো
একটানা চেটে চলে কয়েকজোড়া বিবর্ণ,
একসময়ের সুন্দর ঠোঁট-
একবার এটা, একবার ওটা, একবার সেটা,
শুকনো লিপস্টিক, অবশ ফুটিফাটা, উষ্ণতাহীন,
অথচ এইগুলোই একসময়…!
দগদগে প্রেম আকাশের বুকটাকেই
ঝাঁজরা করে দিয়েছে।
সামাজিকতার অহঙ্কার মেলা ভেঙেছে,
কেবল রয়ে গেছে
নিঃশ্বাসের ওপর ঢলে পড়া নিঃশ্বাস …
*** শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে লেখার শখ ছিল অনেকদিন।। গতকাল উনার ৮০ তম জন্মদিনে উনাকে নিয়ে কিছু লিখেছি উনার মত করেই (পাইট)।। সময় পেলেই সেই লেখাটি("স্ফুলিঙ্গ") ছাড়বো।। হয়তো আগামীকালই .... ***