দ্বেষের দেশ থেকে আবার পালিয়ে এসেছি
তোমার কাছে, কিসের নেশায়!
কালো আকাশ থেকে বৃষ্টি পড়ছে, রক্তের বৃষ্টি-
লক্ষ লক্ষ অসহায় মানুষ আর্তনাদ করছে
ঐ ওপরেও যেখানে স্বর্গ আছে কিংবা নরক।


ভাঙা প্রাসাদের বেদম ঝোঁপঝাড় আর  আগাছাগুলো
হাওয়ায় পাগল হয়েছে, হ্যারিকেনটার মত।
তোমার রক্ত-মাংসের শরীরে কামনার আকর্ষণ স্থির,
যা আমাকে অস্থির করছে প্রতিনিয়ত; তোমার দেহ
আমাকে কোন পথে ডাকছে-স্বর্গের নাকি নরকের?


নিরাবরণ পিঠে আমার আঙুলের জাদুকরী স্পর্শ-
লাজুক হাসিকে যৌনতৃপ্তির শিখরে নিয়ে যেতে পারলোনা;
কালো আকাশ থেকে রক্ত ঝরতে লাগলো, ফিনকি দিয়ে।
তোমার আমার দুরত্বটা কি একটা বেলোয়ারী ছায়ার
নাকি কোটি কোটি স্বর্গ আর নরকের?





*** ১০১ লাইনের "আহমেদ আল খালদুনের কথা"র পর কাল আসতে চলেছে ৮৯ লাইনের আরেকটি বড়ো কবিতা "কাটাকুটি" (এটাও আমার খুবই প্রিয় লেখা একটা, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে) ।। ***