সমাজ যেন কোনো প্রাচ্যের সামুরাই,
নিত্যদিন নীরব আত্মহনন
তথাকথিত সম্মান রক্ষার্থে
কাপুরুষের শাণিত তরবারি
লাল সরলরেখা এঁকে
পাকস্থলীর মৌনগাত্র উন্মুক্ত!


ফিনকি দিয়ে হেঁটে চলা
নিঝুম ভিড়ের চোখে
থিতিয়ে পড়ে নিথর কেউ …