দেখিনা পুকুরঘাটে উফ্ চাবুক কোমর,
দেখিনা হোটেলে শিশু শ্রমিকের বহর,
দেখিনা পড়শির ছাদে মেলা অন্তর্বাস,
দেখিনা ধ্বজভঙ্গ নেতার ঘুষাক্ত নির্যাস,
দেখিনা আর্ট গ্যালারীতে উলঙ্গ দেশের ছবি।


শুনিনা বাহারী মোবাইলে শিরশিরে শীৎকার,
শুনিনা শীঘ্রপতিত চ্যানেলে ধর্ষণের চীৎকার,
শুনিনা কত দর উঠলো শিক্ষার নিলামী,
শুনিনা মাতব্বরী দাদাদের ঝাঁজালো কেলানি,
শুনিনা চায়ের ঠেকে পোড়া দেশের বোলচাল।


বলিনা চাকরীর বাজারে আশাবাদের মন্দা,
বলিনা আমরোগ সিস্টেমের আসল ধান্দা,
বলিনা আরো কাছে এসে জাপটে ধরো,
বলিনা সব কিছুর নিটফল শুধু জিরো,
বলিনা কাব্যের দেশে মিলছে না অন্ত্যমিল।


নেওয়া বাঁশ ছুড়ে ফেলেছি ঐ সুদূর ঝাড়ে,
আহা বাপু, আজ কি স্বস্তি আমার … !