একটা ত্রিশহাজারী ফাঁকিবাজির চাকরি,
একটা ছোট্টো লনওয়ালা দোতলা বাড়ি,
একটা বেশী তেলসার্ভিস দেওয়া দু’চাকা,
একটা মিতভাষী সুন্দরী(কমখরুচে) স্ত্রী,
দুটো ফুটফুটে ছেলেমেয়ে
আর একটা সাদা লোমশ স্পেনিয়াল।
এই ছয়দফা মাল প্যাক করে দিন।
বাকি সব গোল্লায় যাক!