পায়ে পায়ে পিছিয়ে চলা
শোরগোলের অবকাশে,
অ্যালকোহলের নিঃশ্বাস আর
মিশেছে অস্ফুট আর্তনাদ বাতাসে
আদিম আঁধার ঝুলে থাকা
বন্ধ কারখানার পিছনে
নীরব রাতে রক্ত কয়েকফোঁটা
নারীদিবস পালনকারীদের গোপনে
থিতিয়ে যায়...।
আবারো তর্জনী চরিত্রের দিকে
আবারো কাঠগড়ায় পোশাক
আবারো চায়ের কাপে ঝড় ওঠে
প্রতিবাদের ধরণায় ফেনা কাটে,
ছড়াতে থাকে মেকি বিলাপ
কাশ্মীর থেকে কন্যাকুমারী,
আবারো নৃশংসতার আদমসুমারী
ধূসর থেকে ক্রমে ফিকে হয়ে
থিতিয়ে যায়…।
মানুষে অবিশ্বাস রেখে
আরো কিছু ঘৃণা রেখে যাই।



*** কাল আমার শততম কবিতায় সবার আমন্ত্রণ রইলো ***